পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য প্রতিটি বিমানবন্দরে স্থাপন করা হবে উন্নতমানের ক্যামেরা। এতে করে হয়রানি ধীরে ধীরে কমে আসবে।’ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
দূতাবাসের সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আয়োজিত এ সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি দূতাবাসে একটি করে হেল্প ডেস্ক চালু করা হবে, যার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা পূর্ণাঙ্গ সেবা পাবেন।’
এ সময় মন্ত্রী প্রবাসীদের দেশে বিনিয়োগ করতেও আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজমান। যারাই একবার বিনিয়োগ করেছে, তারা স্থায়িত্ব পেয়েছে। প্রবাসীরা বিনিয়োগ করতে চাইলে সরকার সব রকমের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।’
আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর আবদুল আলীম, কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, নাছির তালুকদার প্রমুখ।