মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার মিয়ানমারের মান্দালা থিরি স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। গোল করেছেন মনিকা চাকমা। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেয়ায় এ ম্যাচে জয় প্রয়োজন ছিল চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৭ মিনিটে কর্ণার থেকে গোল করেন মনিকা। তার কর্ণার মিয়ানমারের গোলরক্ষক হাতে লাগিয়ে থামাতে পারেননি। চলে যায় জালে।
দিনের প্রথম ম্যাচে চীন ৭-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। বাংলাদেশের জয়ে চীনেরও চূড়ান্ত পর্ব নিশ্চিত হলো। চীন প্রথম ম্যাচে মিয়ানমারকে হারিয়েছিল ৫-০ গোলে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রবিবার এই চীনেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।