প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে একজন দুবাই প্রবাসী একটি বিশেষ দলকে (বিরোধী) টাকা দিয়েছিলেন। টাকা নিয়ে দলটি ওই ব্যক্তিকে প্রার্থী করলেও আবুধাবি দূতাবাসে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এতে ওই ব্যক্তি হতাশ হন। একপর্যায়ে তিনি (দুবাই প্রবাসী) বলেন, এজন্য বিপুল পরিমাণ অর্থ তিনি দলটি ও লন্ডনের একজনকে দিয়েছিলেন। তখন তাকে বলা হয়েছিল তিনি এখানে (আবুধাবি) মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ অভিযোগ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের জবাবে শেখ হাসিনা আরও বলেন, আবুধাবির বাংলাদেশ দূতাবাসে ওই ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন। তখন দূতাবাস কর্মকর্তারা জানান, তারা মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন না। মনোনয়নপত্র জমা দিতে চাইলে তাকে দেশে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানান দূতাবাস কর্মকর্তারা। শেখ হাসিনা আরও বলেন, নির্বাচন নিয়ে বিশেষ দলটি মোটেও আন্তরিক ছিল না। তারা (বিশেষ দল) প্রতিটি আসনে দুই থেকে তিনজন করে ৩০০ আসনে প্রায় ৯০০ জনকে মনোনয়ন দিয়েছিল। একটি আসনে দুই থেকে তিনজনকে একটি দল মনোনয়ন দিলে কীভাবে জয়লাভ করা সম্ভব?