মানুষের ইঙ্গিত-আচরণ অনুকরণের ক্ষেত্রে বানরকুলের অনেক গল্প-কাহিনীর উল্লেখ রয়েছে। তবে মানুষের ফাঁসির দৃশ্য অনুকরণ করে ইতিপূর্বে কোনো প্রাণী দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে এমন ঘটনা নেই বললে ভুল হবে না। শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের একটি বাঁশ ঝাড়ে শুক্রবার এমন একটি ঘটনা ঘটেছে।
এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে এলাকায় একটি বড় আকারের পুরুষ বানরকে দেখা যায়। শুক্রবার সকালে একটি বাঁশ ঝাড়ের মধ্যে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ছিল বানরটি।
স্থানীয় বাসিন্দা রাজ কুমার পোদ্দার ইত্তেফাককে জানান, ডেকোরেটরের কাজে ব্যবহৃত ফেলে রাখা রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বানরটিকে দেখা যায়। বিষয়টি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ভিড় জমায়।
তবে এলাকাবাসীর অনেকে ধারণা, রাতের কোনো এক সময় বানরটিকে হত্যা করে কৌশলে নির্জন বাঁশ ঝাড়ে দড়ির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। নিরীহ প্রাণীটির মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করতে দেখা গেছে।
সৌজন্যে- ইত্তেফাক