অনুষ্ঠান মঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় পা পিছলেন পড়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুকের পা পিছলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় এক্স-রে করে দেখা যায়, তার পায়ের গোড়ালির হাড়ে সামান্য ফাটলের সৃষ্টি হয়েছে।
সৌজন্যে- কালের কণ্ঠ