Search
Close this search box.
Search
Close this search box.

tanijaপাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের এক শিক্ষার্থী বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনা শহরের কেন্দ্রীয়বাস টার্মিনাল সংলগ্ন মহেন্দ্রপুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রাজশাহী জেলার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার বন বিভাগে কর্মরত শাম্মাক হায়দারের মেয়ে তানিজা হায়দার।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন সহপাঠিদের বরাত দিয়ে জানান, বাঙালির চিরন্তন উৎসব বসন্তবরণ উপলক্ষে তানিজা বন্ধুর সাথে বাইকে ঘুরতে বের হয়, সারাদিন ঘুরাঘুরি শেষে বিকেলে বাসায় ফেরার পথে বাস টার্মিনাল এলাকা এলে ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় বাইক থেকে ছিটকে পরে যায় সে। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তার উপর দিয়ে চলে গেলে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় সে।

chardike-ad

tanijaনিহত তানিজা পাবনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। শিক্ষাজীবনে কখনো দ্বিতীয় হননি। মেডিকেলেও তার ফলাফল ভালো। তানিজা নিহত হওয়ার খবরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা।