বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা হবে দিল্লি থেকে। আগামী ১ এপ্রিল থেকে এ বন্দোবস্ত চালু হবে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকার ভিসা দিতো কলম্বোয় অবস্থিত দেশটির হাইকমিশন। তবে আগামী পহেলা এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা দেবে দেশটির দিল্লি হাইকমিশন। এ কারণে বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা আরো সহজ হলো।
বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো মিশন নেই। সে কারণে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কলম্বোয় দেশটির মিশন থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হতো।