সৌদি আরবে নির্যাতন সইতে না পেরে পালাতে গিয়ে ভবনের তিন তলা থেকে পড়ে এক বাংলাদেশি গৃহকর্মী আহত হয়েছেন। আহত ওই নারীর নাম মনি বেগম (২৬)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বখরাবাদে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহকর্মী সৌদি পুলিশের নজরদারিতে রয়েছেন।
জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় মাসখানেক আগে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব আসেন মনি বেগম। মক্কায় এক সৌদি নাগরিকের বাসায় কাজ করতেন তিনি। আহত গৃহকর্মীর বরাত দিয়ে বাংলাদেশি নার্স তসলিমা খান জানান, ১০ দিন আগে এক বাংলাদেশি ও সৌদি পুলিশ আহতাবস্থায় মনি বেগমকে হাসপাতালে নিয়ে আসেন।
মনি বলেন, নির্যাতন সইতে না পেরে তিন তলা বাসার টয়লেটের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করি। সেখান থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারাই। তিনি আরও বলেন, সবসময় আমাকে ঘরে তালা মেরে রাখা হতো, যাতে পালিয়ে যেতে না পারি। তাকে ঠিকমতো খাবারও দেয়া হতো না। কাপড় আয়রন করতে না পারায় বাসার গৃহকর্তা-গৃহকর্ত্রী আমাকে আয়রন মেশিনের ছেঁকা দিতেন বলে জানান মনি বেগম।