Search
Close this search box.
Search
Close this search box.

pilotব্রিটেনের ম্যানচেস্টার বিমানবন্দরে মাতাল সন্দেহে আমেরিকান এয়ারলাইন্সের ৬২ বছর বয়সী এক পাইলটকে গ্রেপ্তার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। পুলিশ কর্মকর্তারা শুক্রবার জানান, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সকালে উড্ডয়নের আগে নির্ধারিত সীমার অতিরিক্ত মদ্যপান করে বিমানচালনার কাজ করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের জন্য ওই পাইলটের জামিন মঞ্জুর করা হয়নি।

আমেরিকান এয়ারলাইন্স বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের এক সদস্যকে বৃহস্পতিবার বিমানবন্দরে আটক করা হয়। এ জন্য ফিলাডেলফিয়াগামী একটি ফ্লাইট বাতিল করে যাত্রীদের অন্য ফ্লাইটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে বলেও জানায় বিমান সংস্থাটি।

chardike-ad