Search
Close this search box.
Search
Close this search box.

snake-in-foodসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় খিচুড়ির পাত্রে পাওয়া গেল মৃত সাপ। বুধবার ভারতের মহারাষ্ট্রের গর্গাভান জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের বিনামূল্যের খাবার পরিবেশনের সময় এ ঘটনা ঘটেছে। ন্যান্দেদ জেলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে স্কুলটির অবস্থান।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরের দিকে স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেয়ার সময় খিচুড়ির পাত্রে সাপ পাওয়া যায়। মহারাষ্ট্রের

chardike-ad

ন্যান্দেদ জেলা শিক্ষা অফিসার প্রশান্ত দিগরাস্কার বলেন, সাপ পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেয়া হয়। ওই দিন শিক্ষার্থীরা দুপুরের খাবার না খেয়ে ছিল বলে জানান তিনি।

শিক্ষা অফিসার বলেছেন, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এ ঘটনায় তদন্ত শুরুর নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।