Search
Close this search box.
Search
Close this search box.

সিউল, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪:

চলতি বছর স্মার্টফোন বিক্রি দ্বিগুণ করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ান বহুজাতিক কংলোমারেট কোম্পানি এলজি। কোম্পানিটি তাদের পণ্যগুলোর আকার ও মডেলে বৈচিত্র্য আনার মাধ্যমে এ বিক্রি বৃদ্ধির পরিকল্পনা করছে। এর মাধ্যমে আবারো স্মার্টফোন বিক্রির দিক দিয়ে তৃতীয় অবস্থানে ওঠার স্বপ্ন দেখছে এলজি। খবর রয়টার্সের।

chardike-ad

lg-logoগত বছর সব মিলিয়ে ৪ কোটি ৭৭ লাখ স্মার্টফোন বিক্রি করেছে এলজি। আগের বছরের চেয়ে বিক্রি প্রায় ৮১ শতাংশ বাড়লেও এ সময়ে বিশ্বের স্মার্টফোন বাজারের মাত্র ৫ শতাংশের কিছুটা কম দখলে ছিল তাদের। শক্তিশালীভাবে মুনাফার ধারায় ফিরতে কোম্পানিটির বিক্রি আরো বাড়াতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। কেননা অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে ব্যবধান কমাতে এবং নিজেদের পণ্য গ্রাহক পর্যায়ে আরো জনপ্রিয় করতে সম্প্রতি বিজ্ঞাপনের পেছনে বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে কোম্পানিটি।

এলজির মোবাইল বিভাগের প্রেসিডেন্ট পার্ক জং সেওক জানান, বিক্রি বাড়াতে স্মার্টফোনের পাশাপাশি চলতি বছর স্মার্টওয়াচ বিক্রির দিকেও মনোযোগ বাড়াবে কোম্পানিটি। তবে প্রতিটি ক্ষেত্রেই গ্রাহক আকর্ষণের জন্য নতুন মডেলের পণ্য বাজারে আনবে তারা। যার মধ্যে কম দামের পণ্যের পাশাপাশি থাকবে উচ্চমূল্যের বিভিন্ন পণ্যও।

বাজার গবেষক প্রতিষ্ঠান আইডিসির হিসাবমতে, গত বছর বিশ্বব্যাপী ১০০ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে।