Search
Close this search box.
Search
Close this search box.

mujib-universityগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল করেছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শাহজাহানসহ কৃষি বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ৬ শিক্ষার্থী হলেন, ইটিই বিভাগের দ্বিতীয় বর্ষের ২০১৭-১৮ সেশনের শিপন (কেরানিগঞ্জ, ঢাকা), শাহিন মিয়া (নারায়ণগঞ্জ), নাদিম ইসলাম (টাঙ্গাইল), হৃদয় কুমার ধর (শেরপুর), তুর্জয় হাওলাদার (ভোলা), আশিকুজ্জামান লিমন ( মধুখালি, ফরিদপুর)।

chardike-ad

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজামান ভূঁইয়া বলেন ‘প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৬ জনকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি আইনের অধীনে মামলা করা হয়েছে।’

প্রসঙ্গত গত ০২/০১/২০১৯ তারিখ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের র‍্যাগিং এর ঘটনা ঘটে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

সৌজন্যে- বাংলা ট্রিবিউন