সম্প্রতি ভারতে অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাইবোনের মধ্যে বিয়ের একটি ঘটনার কথা প্রকাশ করেছে দেশটির পুলিশ বিভাগ। বৃহস্পতিবার ভারতীয় ওয়েব পোর্টাল স্কুপহুপে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
স্কুপহুপ জানায়, ভাইটি আগে থেকেই স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন। বোনকেও কী করে সহজে সে দেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়া যায় তারই অংশ হিসেবে ওই বিয়ের নাটক সাজানো হয়। পরিকল্পনা অনুসারে তাঁরা নিজেদের পরিচয় গোপন করে কোর্টে গিয়ে বিয়ে করেন। এরই মাঝে বোনটির অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তারা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকেও প্রতারিত করেছেন।
এ ঘটনার তদন্তে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেবল বিদেশে যাওয়ার উন্মাদনায় তাঁরা সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা তাঁদের ধরতে অভিযান চালাচ্ছি। কিন্তু, তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি।’
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য আমি নানা ধরনের কেলেঙ্কারির কথা শুনেছি। কিন্তু আপন ভাইবোনের মাঝে বিয়ের মতো এমন উদ্ভট ঘটনা এই প্রথম। এটা জেনে আমরা তাজ্জব হয়ে গেছি।’