Search
Close this search box.
Search
Close this search box.
bgb-bsf
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবি সদস্যদের মিষ্টিমুখ করায় বিএসএফ। ছবি: ইউএনবি

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মিষ্টিমুখ করিয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জয়েন্ট রিট্রিট সম্মেলন স্থলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করে বিএসএফ।

ভারতীয় বাহিনীর পক্ষে ফুলবাড়ি বিএসএফের ডেপুটি কমান্ডার বিএল মিনা বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার আব্দুল মতিনের হাতে মিষ্টি তুলে দেন। এ সময় দুই বাহিনী উপঢৌকনও বিনিময় করে।

chardike-ad

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ বলেন, আটটি জাতীয় দিবস এবং অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ পরস্পরকে মিষ্টিমুখ করায়। সেই রীতি অনুযায়ী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি বিতরণ করেছে।