ফ্রান্স এবং ইতালির সীমান্তে একটি হেলিকপ্টার এবং একটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ইতালির উদ্ধার বিভাগ (সিএনএসএএস) এক টুইটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
অস্টা উপত্যকার লা থুইলের কাছে রুটোর গ্লাসিয়ের এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পরই দুটি হেলিকপ্টারে করে একজন চিকিৎসক এবং উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। তাছাড়া ছোট বিমানটিতে থাকা আরোহীদের সম্পর্কেও সঠিক তথ্য জানা যায়নি। ইতালির লা রিপাবলিকা সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আয়োস্তার একটি হাসপাতাল জরুরি ব্যবস্থা নিতে শুরু করেছে। তিনটি অপারেশন থিয়েটার ও ছয়টি নিবিড় পরিচর্যা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।