গাজীপুরের কালীগঞ্জের দড়িসোম এলাকায় দাদির সঙ্গে তিনতলার ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে অক্ষত অবস্থায় অলৌলিকভাবে বেঁচে গেল ২৩ মাসের শিশুকন্যা রাবেয়া বশরী। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার ওলি উল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে প্রকৌশলী ওসমানের মেয়ে ১ বছর ১১ মাস বয়সী রাবেয়া বশরী তার দাদির কোলে উঠে নিজ বাড়ির তিনতলার ছাদে যায়। দাদি রাবেয়াকে ছাদে দাঁড় করিয়ে রশিতে কাপড় শুকাতে দিতে গেলে শিশু রাবেয়া ছাদের রেলিংয়ের ফাঁক দিয়ে উঁকি মারতে গিয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়।
পরে দাদির চিৎকারে বাড়ির লোকজন এসে ওই শিশুকে মাটি থেকে তুলে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জিসেলী ঘুষ মুনমুন ওই শিশুর প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শঙ্কামুক্ত বলে জানান। শিশুটির দাদা ওলি উল্লাহ বলেন, সকাল ও বিকালে ওই শিশুটি তার সঙ্গে সর্বদা ইল্লালাহ বলে জিকির করত।
সৌজন্যে- যুগান্তর