লেবাননের পর্যটন নগরী জুনিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মোখলেছ নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জুনি ওজারা নামক একটি সড়কে এ ঘটনা ঘটে। আহতের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ গ্রামে।
জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যা সাতটার দিকে বাসায় ফিরছিলেন মোখলেছ। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা চেয়ে বলে, আমরা জানি তুই দেশে টাকা পাঠাতে যাচ্ছিস। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার ওপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এক মাসের বেতন পাঁচশত পঞ্চাশ মার্কিন ডলার ও মোবাইল ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
মোখলেছ জানায়, তিনজন ছিনতাইকারীর মধ্যে দুইজন সিরিয়ান ও অন্যজন ইব্রাহিম নামে এক বাংলাদেশি ছিল। বর্তমানে সে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছে বলে জানা গেছে।
লেবাননের পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে প্রায় পনের লাখেরও বেশি সিরিয়ান নাগরিক বিভিন্ন পেশায় লেবাননে কাজ করছে। তাদের মধ্যে অনেকেই চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে। লেবাননের যেসব এলাকায় বাংলাদেশিদের পাশাপাশি সিরিয়ানদের সংখ্যা বেশি, সেখানেই প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ কর্মীরা তাদের হয়রানির শিকার হচ্ছে এবং এসব অপরাধের সঙ্গে কতিপয় প্রবাসী বাংলাদেশি জড়িত বলে অভিযোগ রয়েছে।
এর আগেও মনছুরিয়ে এলাকায় এক নারী কর্মী সিরিয়ানদের হাতে গুরুতরভাবে জখম হয়েছিল বলে জানা গেছে। সিরিয়ানদের এমন ছিনতাইয়ের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লেবানন থেকে বাবু সাহা