উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং গরীবের ডাক্তার হিসেবে খ্যাত অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু আর নেই। আজ শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মাহবুবর রহমান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
ডা. মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে ডা. লিটুর ‘ম্যাসিভ’ হার্ট অ্যাটাক হয়। তখন থেকেই তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। গতকালের তুলনায় তার আজকের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে আমরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাই। সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আজ দুপুরে ডা. লিটু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ডা. রাকিবুল ইসলাম লিটু বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত কলাম লেখক ছিলেন। জড়িত ছিলেন বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে। পরিচিত পেয়েছিলেন গরীবের ডাক্তার হিসেবেও। তিনি পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বরাবরই তিনি গরীব ও অসহায় রোগীদের প্রাধান্য দিতেন। এ লক্ষ্যেই গঠন করেছিলেন পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ডাক্তার হয়েও তিনি রোগীদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন ও নানা পদক্ষেপ নিয়েছেন।