Search
Close this search box.
Search
Close this search box.

obama-mishelসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দম্পতির একটি পুরানো ছবি ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ওবামার পোষ্ট করা ছবিতে ৪৬ লাখের বেশি লাইক পড়েছে। আর টুইটারে লাইক পড়েছে দশ লাখের বেশি। মন্তব্য এসেছে কয়েক হাজার।

স্ত্রী মিশেল ওবামার ৫৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার ছবিটি প্রকাশ করেন ওবামা। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা মিশেলকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি- এই ছবিটি অনেক পুরানো। তুমি খুব দয়ালু। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। উত্তরে মিশেল পুরানো স্মৃতি তুলে ধরার জন্য স্বামীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি তার সন্তানদের প্রতি স্নেহ প্রকাশ করেন।

chardike-ad

স্কাই নিউজের তথ্যমতে, ১৯৯১ সালে কেনিয়ার মোমবাসায় ছবিটি তোলা হয়েছিল। ওই বছর তাদের মধ্যে আংটি বদল হয়। -এনডিটিভি