Search
Close this search box.
Search
Close this search box.

bird-in-bimanউড়ন্ত বিমানে বাতাসের যে গতি থাকে তাতে সেখানে কোনো কিছুই ঢোকার সুযোগ নেই। কিন্তু কত রকম ঘটনাই তো ঘটে যেটাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় না। এবার লন্ডনগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে একটি ময়না পাখি ঢুকে পড়েছে।

গত ৭ জানুয়ারি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে উড্ডয়নের ১২ ঘণ্টা পর বিমানটির বিজনেস ক্লাসের একটি সিটের ওপর ময়নাটি বসে থাকতে দেখে যারপরনাই অবাক হয়েছেন যাত্রী থেকে শুরু করে কেবিন ক্রুরাও।

chardike-ad

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিটের মাথা রাখার জায়গাটিতে বেশ আরামে বসে আছে ময়নাটি। আর একজন সহকারী এটিকে ধরতে ব্যর্থ চেষ্টা করছেন।

পরে কয়েকজন যাত্রীর সহায়তায় অবশেষে এক কেবিন ক্রু পাখিটি ধরতে সক্ষম হয়েছিলেন। পাখিটি পরে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে পাখিটি বিমানের ভেতর ঢুকে পড়লো তা জানা যায়নি।