ঢাকা-ইনছন সরাসরি ফ্লাইট চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরাসরি ফ্লাইট চালু করার ক্ষেত্রে বিভিন্ন শর্ত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিমান কোম্পানীর লাভ। তার লাভ করে ফ্লাইট চালু করতে চাইলে প্রতি সপ্তাহে ৯০০ জনের উপর যাত্রী হতে হবে। এক্ষেত্রে এখনো ২৫০-৩০০জন ঘাটতি আছে। আমরা কোম্পানীগুলোকে বুঝানোর চেষ্ঠা করছি ফ্লাইট চালু হলে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং পণ্য পরিবহনও বৃদ্ধি পাবে।
রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব নেওয়ার এক বছর পার হলো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আবিদা ইসলামের। সেই উপলক্ষে ডেইলী টুমরোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। কোরিয়ান ভাষায় প্রকাশিত এই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার কূটনৈতিক জীবনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীনতার পর ৪৭ বছরের ইতিহাস, অর্থনৈতিক উন্নয়ন, নারীদের এগিয়ে যাওয়ার কথা ছাড়াও ব্যক্তিগত জীবনের ঘটনাও স্থান পায় সাক্ষাৎকারটিতে।