Search
Close this search box.
Search
Close this search box.

japanসারা বিশ্বে যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে সেই সময় জনসংখ্যা বাড়ানো নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম জাপানের নাগিতে। জানা গিয়েছে, যে পরিবার যত বেশি সন্তানের জন্ম দেবে, তত বেশি পুরস্কার পাবেন তাঁরা। প্রথম সন্তানের জন্মের পর দেওয়া হবে ১ লক্ষ ইয়েন (৬১ হাজার টাকা), দ্বিতীয় সন্তানের জন্মের পর দেওয়া হবে দেড় লক্ষ ইয়েন (৯২ হাজার টাকা), তৃতীয় সন্তান জন্মালে দেওয়া হবে ৪ লক্ষ ইয়েন (২ লক্ষ ৪৩ হাজার টাকা)।

এমনকি সন্তানের জন্ম হওয়ার পর দম্পতিদের সস্তায় ঘর ভাড়াও দেওয়া হয় বলে জানা গিয়েছে। সন্তানদের নিখরচায় টিকাকরণ করা হয়। সে যদি শহরের বাইরে কোনও স্কুলে পড়তে যায়, পুর প্রশাসনের তরফে যাতায়াতের খরচ দেওয়া হয়ে থাকে। জানা গিয়েছে, পশ্চিম জাপানের এই শহরটিতে জনসংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

chardike-ad