এশিয়া কাপ ফুটবলে কষ্টার্জিত জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়া ফিলিপাইনের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে।
আল মাখতুম স্টেডিয়ামে ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৬৭ মিনিটে অচলবস্থা ভাঙে। এ সময় দক্ষিণ কোরিয়ার ওয়াং উই জো গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত তার গোলটিই উল্লাসের উপলক্ষ্য এনে দেয় দক্ষিণ কোরিয়াকে।
এবারই প্রথম ২৪টি দল নিয়ে এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের চারটি শহরের ৮টি ভেন্যুতে ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য লড়বে।