amiratসংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোসাফফার ৭ নং এ ‘রুট সিক্সটি সিক্স অটো ইলেক্ট্রিক্যাল রিপিয়ার’ নামে বাংলাদেশি মালিকাধীন একটি গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। ইকবাল হোসেন চৌধুরী ও সাজ্জাৎ হোসাইনের যৌথ মালিকাধিন প্রতিষ্ঠানের ফিতা কেটে গত শুক্রবার (০৪ জানুয়ারি) এ গ্যারেজের উদ্বোধন করেন কামরুল ইসলাম।

ইকবাল হোসেন চৌধুরী বলেন, আগামীতে সবার সহযোগিতায় আমিরাতে নানা প্রদেশে প্রতিষ্ঠানটির শাখা চালু করার মধ্য দিয়ে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশে রেমিটেন্স প্রবাহ জন্য কাজ করে যাবে। তার এই প্রতিষ্ঠানে বিএমডাব্লিও, রেঞ্জ রোভার, রোজ রাইজ, অডি, মার্সিডিজসহ জার্মান আমেরিকান গাড়ির কাজ করা হবে।

chardike-ad

উল্লেখ্য, ইকবাল হোসেন চৌধুরী ইতোমধ্যে কাতার তার নানা প্রতিষ্ঠানে ৬০০ জন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সম্প্রতি ওমানেও তার প্রতিষ্ঠান চালু করে বাংলাদেশিদের কাজের সুযোগ তৈরি করেছেন।

সৌজন্যে- জাগো নিউজ