Search
Close this search box.
Search
Close this search box.

amirat-lotteryসংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকেট লটারিতে ১৫ মিলিয়ন আমিরাতে দিরহাম (বাংলাদেশি প্রায় ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৪৭ টাকা) জিতেছেন ভারতীয় এক প্রবাসী। বৃহস্পতিবার আবু ধাবির এই র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে প্রথম পুরস্কারের পাশাপাশি শীর্ষ ১০ বিজয়ীর মধ্যে ৮ জনই আমিরাতে বসবাসরত ভারতীয় প্রবাসী। এছাড়া পাকিস্তান ও ফিজির একজন করে প্রবাসী লটারিতে যথাক্রমে ২০ হাজার এবং ৩০ হাজার করে আমিরাতি দিরহাম জিতেছেন।

chardike-ad

১৫ মিলিয়ন দিরহাম জয়ী ভারতীয় ওই প্রবাসীর টিকেট নাম্বার ০৮৩৭৩৩। আবু ধাবি বিগ টিকেট লটারিতে প্রথম পুরস্কার জয়ী হয়েছে এই টিকেট। দ্বিতীয় পুরস্কারও পেয়েছেন অপর এক ভারতীয়; যার টিকেট নাম্বার ১০৭১৫০। দ্বিতীয় পুরস্কারের অর্থ এক লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি প্রায় ২৩ লাখ ২ হাজার ৪০৩ টাকা)। এছাড়া পাকিস্তানি নাগরিক শহীদ ফরীদ পেয়েছেন বিএমডব্লিউ সিরিজ-৪ এর একটি নতুন গাড়ি।

সূত্র : খালিজ টাইমস।