Search
Close this search box.
Search
Close this search box.

dhaner-sisহাতে ধানের শীষের আঁটি নিয়ে রাস্তায় নেমে মুখে ‌’ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হায়াদর মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধ। শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরকোলা বাজারে এ ঘটনা ঘটেছে।

সদর উপজেলা বিএনপির ধানের শীষের পক্ষে নির্ধারিত কর্মসূচি ছিল সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরকোলা বাজারে। ধানের আঁটি হাতে নিয়ে সেই মিছিলে যোগ দেন হায়দার মণ্ডল। মিছিল শুরু হওয়ার পর তিনি ‌’ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিতে থাকেন।

chardike-ad

এরই মধ্যে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়নসহ অন্যান্য নেতারা মরহুমের পরিবারের সঙ্গে দেখা করে শোক জানান ও পরিবারকে কিছু নগদ অর্থ সহায়তা করেন।