দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে উজ্জ্বল মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। উজ্জ্বল কুমিল্লার মেঘনা উপজেলার হাসনাবাদ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। নিহতের বাবা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাত মাস আগে খালাতো ভাই একই উপজেলার শিবনগর গ্রামের জামানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যায় উজ্জ্বল। সেখানে জামানের দোকানে কাজ করতো সে। রাতে আফ্রিকান কালো বর্ণের একদল সন্ত্রাসী দোকানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।