সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের হোটেলগুলো সাধারণত বিলাসবহুল, ঐশ্বর্যময় ও ঝলমলে। এ তালিকায় নতুন সংযোজন ‘এমেরল্ড প্যালেস কেম্পিনস্কি দুবাই’। সিলিংয়ে ২৪ ক্যারেট সোনার পাতার মোটিফ আর ৬ হাজার ৪০০’টিরও বেশি ঝাড়বাতি দিয়ে সাজানো গোছানো এটি। এই হোটেল তৈরিতে ব্যয় হয়েছে ৭০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৬ হাজার কোটি টাকা)।
আরব উপসাগরের উপকূলে গড়া কৃত্রিম দ্বীপপুঞ্জ পামে অবস্থিত এমেরল্ড প্যালেস কেম্পিনস্কি দুবাই। হোটেলটিকে বলা হচ্ছে দুবাইয়ের রাজকীয় ল্যান্ডমার্ক। এর ৫০০ গজ দৈর্ঘ্যের নিজস্ব সৈকত আছে।













সূত্র: ডেইলি মেইল