সৌদি নাগরিকের গুলিতে বাংলাদেশিসহ দু’জন প্রবাসী নিহত হয়েছেন। দেশটির জিজান শহরে বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ময়মনসিংহের ভালুকা গ্রামের বলে জানা গেছে।
দেশটির জিজান শহর থেকে বাংলাদেশি সুমন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজান শহরে সৌদি নাগরিকের গুলিতে বাংলাদেশিসহ দুইজন নিহত হয়। আহত হন আরেক বাংলাদেশি। তাকে স্থানীয় হাসপালের আইসিইউতে রাখা হয়েছে।
নিহত আরেক প্রবাসী ভারতীয় নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে নিউজ লেখা পর্যন্ত আইসিইউতে থাকা অপর বাংলাদেশির এখনো জ্ঞান ফেরেনি বলে জানান প্রবাসী সুমন।
জানা গেছে, এরা তিনজন আল ফাহাত বলদিয়া কোম্পানিতে কাজ করতেন। সকালে একই গাড়িতে ছিলেন তিনজন। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পুলিশ সৌদি নাগরিকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।