ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, বক্তৃতা দেয়ার সময় প্যান্ট খুলে গেছে বক্তার।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে প্রথমে জানা যায়, ভাইরাল হওয়া এই ভিডিও রাজস্থানের কোনও এক গ্রামের। গ্রামের একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন রাকেশ পারিখ নামের এক ব্যক্তি। কারও দাবি তিনি কংগ্রেস প্রার্থী, আবার কারও দাবি তিনি বিজেপি প্রার্থী।
পরে অবশ্য জানা যায়, এই ব্যক্তির নাম উমর সিদ্দিকি। উত্তরাখণ্ডের যশপুরের নগর পরিখা পরিষদের চেয়ারম্যান তিনি। সম্প্রতি পৌরসভা ভোটে উধম সিংয়ের হয়ে প্রচারসভায় বক্তৃতা রাখছিলেন তিনি।
কোট ও প্যান্ট পরে প্রচারসভায় উপস্থিত হন চেয়ারম্যান উমর। গলায় ছিল ফুলের মালা। কিন্তু বক্তৃতা দেয়ার সময় সবার সামনেই খুলে যায় তার প্যান্ট। নিজের হাতের মাইক্রোফোনটি অন্যের হাতে দিয়ে সঙ্গে সঙ্গে প্যান্ট ঠিক করে নেন তিনি।
পুরো ঘটনাটি রেকর্ড করা হয়। স্থানীয় দীপক সিং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
राजस्थान में भाषण देते वक्त भाजपा प्रत्याशी की पैंट उतर गई….
वक्त हैं बदलाव का चुनाव से पहले मोदी और उसके प्रत्याशी की पैंट उतरना सुरु। pic.twitter.com/UV4Xs00pOh— Deepak Singh दीपक सिंह 🇮🇳 (@DeepakSinghINC) November 29, 2018