Search
Close this search box.
Search
Close this search box.

italy-rotonইতালির রাজধানী রোমে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কাজী রতন নামে এক বাংলাদেশি। সোমবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সাইকেলে চড়ে কাজে যাওয়ার সময় রোম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন রতন। এতে মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

chardike-ad

পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দেয়া হয়। কিন্তু তার আর জ্ঞান ফেরেনি। অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গেছে, রতনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।