Search
Close this search box.
Search
Close this search box.

Yabaইতালির ভেনিসে ইয়াবাসহ এক বাংলাদেশিকে আটক করেছে ভেনিস মেসট্রে পুলিশ। ৩৬ বছর বয়সী বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদমাধ্যম মেসট্রে ভেনিস টুডে। তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি।

সংবাদ মাধ্যমের তথ্যমতে, দীর্ঘদিন অনুসন্ধান করার পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পিয়াভে নামক রোডে ব্যাগ তল্লাশি করে এসব উদ্ধার করে। প্রথমে তার শরীর তল্লাশি করে কিছুই পায়নি পরে তার পেছনের ব্যাগে লোকানো থাকা ৮শ চার পিচ ইয়াবা খুঁজে পায় পুলিশ।

chardike-ad

জানা গেছে, দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন ওই বাংলাদেশি। পরবর্তী শুনানি পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশিরা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে বলেন, এসব কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ইতালিতে বাংলাদেশিদের একটা সুনাম রয়েছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।