Search
Close this search box.
Search
Close this search box.

চলচ্চিত্র প্রেমীদের জন্য বিশাল আকৃতির এলইডি স্ক্রিন নিয়ে এসেছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। ১৪ মিটার প্রস্থের স্ক্রিনটিতে টু-ডি, থ্রি-ডি সিনেমা আরও উপভোগ্য হয়ে উঠবে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এলইডি স্ক্রিনটি নিয়ে আসার কথা জানায় স্যামসাং। এর নাম রাখা হয়েছে অনিক্স।

chardike-ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশাল স্ক্রিনটি ইতিমধ্যে বেইজিংয়ের বিখ্যাত সোদু সিনেমা হলে লাগানো হয়েছে। এটি ২০১৭ সালের প্রজেক্টর স্ক্রিনের চেয়ে অন্তত ১০ গুণ বড়।

প্রতিষ্ঠানটি আশা করছে, প্রচলিত বিম প্রজেক্টরের বদলে এর পিক্সেল প্যাকড এলইডি ডিসপ্লেতে প্রদর্শিত সিনেমা দর্শকরা আরও বেশি উপভোগ করতে পারবে।

শুক্রবার সোদু সিনেমায় আনুষ্ঠানিকভাবে নতুন স্ক্রিনে ছবি প্রদর্শন করা হয়। প্রথমদিনেই ছিল ডিসি কমিকসের সুপারহিরো ফিল্ম ‘অ্যাকুয়াম্যান’ এর থ্রিডি ভার্সনের প্রদর্শনী।

সোদু সিনেমার সিইও ডেং ইয়ংহং বলেন, দর্শকরা যাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে আমরা সবসময় সেই চেষ্টাই করি। এ কারণে অনিক্স স্ক্রিন যুক্ত করা হয়েছে।

১৯৩৭ সালে প্রতিষ্ঠিত সোদু সিনেমা ইংরেজিতে ক্যাপিটাল সিনেমা নামেও পরিচিত। বিখ্যাত হলটিতে অনিক্স স্ক্রিন ব্যবহার শুরু করায় অন্যদের মধ্যেও চাহিদা তৈরি হবে বলে মনে করছে স্যামসাং।

চলতি বছরের মধ্যে অন্তত ৩০টি হলে অনিক্স স্ক্রিন লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। সূত্রঃ টেকশহর।