Search
Close this search box.
Search
Close this search box.

miss-world-18সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার মিস ওয়ার্ল্ড ২০১৮’র সেরার মুকুট উঠলো ২৬ বছর বয়সী মেক্সিকান তরুণী ভেনেসা ভেনেসা পন্সে দে লিওনের মাথায়। শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন। এবার ১১৮ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকরা লিওনকে বিজয়ী ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে গতবারের বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন। প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের রমণী নিকোলেনে পিছাপা লিমসনসুকান।

chardike-ad

এদিকে মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনালে সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে, বাদ পড়েন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ত্রিশ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছিলেন।