সিউল, ৬ ফেব্রুয়ারি, ২০১৪:

নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি জ্বালানি খরচ হয়, এমন গাড়ির নির্মাতাদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। গতকাল বুধবার এক ঘোষণায় কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়ার।

chardike-ad

Hyundai-Car-Pictures-1মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রতি লিটার পেট্রলে ১৭ কিলোমিটারের কম চলে, এমন গাড়িগুলোর নির্মাতা ও আমদানিকারকদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে।

জ্বালানি দক্ষতা লিটারপ্রতি এক কিলোমিটার কম হলে গাড়িপ্রতি ৮২ হাজার ৩৫২ উন (৭৬ দশমিক ২ ডলার) করে জরিমানা আদায় করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এক লিটার পেট্রলে ১৫ কিলোমিটার চলে এমন গাড়ির আমদানিকারক বা স্থানীয় নির্মাতাকে গাড়িপ্রতি প্রায় ১৫০ ডলার জরিমানা দিতে হবে। কোম্পানি যদি বছরে এই মডেলের এক লাখ গাড়ি বিক্রি করে তবে তাদের কাছ থেকে বছর শেষে দেড় কোটি ডলারের বেশি জরিমানা আদায় করা হবে।

মন্ত্রণালয় আরো জানায়, বর্তমান ১৭ কিলোমিটারের মানদণ্ডটি ২০১৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে। ২০১৬ সাল থেকে নতুন মানদণ্ড কার্যকর হবে। গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা করে এ বছরের মধ্যেই তা নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, কোরিয়ায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে।