জাপানের উপকূল এলাকায় দুইটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত দুইটি বিমানের একটি থেকে ১ নৌ-সেনাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ সেনা নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দুই দেশের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ ফাইটার ও সি-১৩০ ট্যাঙ্কার বৃহস্পতিবার রাতে দক্ষিণ জাপানের আইওয়াকুনি নৌ-সেনা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমান দুটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে খবর পাওয়া যায়, বিমান দুইটি বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা নৌ-সেনাদের খোঁজে তল্লাশী অভিযান চালানো হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌ-সেনার একজনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকিদের খোঁজ নেই। আহত ওই সেনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।