Search
Close this search box.
Search
Close this search box.

দুই বাংলাদেশীর নৈপুণ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ সহজ জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। ফিলিপাইনে আইসিসি টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া প্যাসিফিক অঞ্চলের খেলায় ইন্দোনেশিয়ার ৭২ রানের জবাবে দক্ষিণ কোরিয়া ৪ উইকেট হারিয়ে সহজেই এই জয় তুলে নেয়।

chardike-ad

প্রথমে ব্যাট করতে নেমে ইন্দোনেশিয়া ১৭.৫ ওভারে মাত্র ৭২ রান করে অলআউট হয়ে যায়। কোরিয়ার পক্ষে বোলিং এ তিন ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সজল (কিম দে ইয়ন)।  ৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ কোরিয়া ৪ উইকেট হারিয়ে জয় পায়।  একপাশে দ্রুত উইকেট পড়লে আরেকপাশে উইকেট আগলে দলকে জয় তুলে দেন  নিশাত। ওপেনার হিসেবে নেমে  নিশাত নাজমুস সাকিব অপরাজিত ৩২ রান করেন।

এই প্রথম দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের পক্ষে দুই বাংলাদেশী খেলছেন। সজল (কিম দে ইয়ন) কয়েক বছর ধরে জাতীয় দলে খেললেও নিশাত এই টুর্ণামেন্টে প্রথম খেলছেন।