পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি প্রার্থী গোলাম মওলা রনির স্বাক্ষর না থাকায় আটকে ছিল মনোনয়নপত্র। আপিলের মাধ্যমে বৃহস্পতিবার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন তিনি। প্রার্থিতা ফিরে পেতে পরে ইসিতে আপিল করেছিলেন রনি। আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত রোববার হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।
এর আগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। সেদিন তিনি মৃত্যু পর্যন্ত বিএনপিতে থাকার ঘোষণা দেন এবং পটুয়াখালী-৩ আসলে বিএনপির মনোনয়ন পান।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী গোলাম মাওলা রনি। তিনি শেখ রেহেনার কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দলের বিরুদ্ধে সমলোচনামূলক বক্তব্যের কারণে ২০১৪ সালে মনোনয়ন বঞ্চিত হন।