Search
Close this search box.
Search
Close this search box.

khaleda-zia-hallচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে ফেলেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা হলে গিয়ে নামফলকটি তুলে ফেলেন।

একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা খালেদা জিয়া হলের নাম কালো কালি দিয়ে মুছে দেন। এ সময় তারা হলটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করার দাবি জানান।

chardike-ad

নাম ফলক তুলে ফেলার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. মনছুর আলম, সহ সভাপতি আবদুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমীর সোহেল প্রমুখ নেতা-কর্মীরা।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মনছুর আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতাকারী কারো নামে এ বিশ্ববিদ্যালয়ে কোন হল থাকতে পারে না। ওই হলের নাম বীর প্রতীক তারামন বিবির নামে করার দাবি জানাচ্ছি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।

বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আবুল কাসেম বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।’

সৌজন্যে- সমকাল