কঠোর নিরাপত্তাবেষ্টিত উত্তর কোরিয়া থেকে এক সেনাসদস্য শনিবার স্থলসীমান্ত দিয়ে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে এসেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ (জেএসসি) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়ার এক সৈন্য সীমান্ত অতিক্রম করে পক্ষত্যাগ করেছেন।’
আন্তঃকোরীয় সীমান্ত দিয়ে এ ধরনের পক্ষত্যাগের ঘটনা এর আগেও ঘটেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ওই সেনা সদস্য আমাদের হেফাজতে নিরাপদ আছেন। কিভাবে তিনি দক্ষিণ কোরিয়ায় এলেন তা বিস্তারিতভাবে জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করবে।’
ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থমকে যাওয়ার পর দুই কোরিয়া পুনরেকত্রীকরণ প্রক্রিয়ার পথে এগুচ্ছে। এর অংশ হিসেবে তারা ব্যাপক সৈন্যপরিবেষ্টিত সীমান্তে উত্তেজনা হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তারা রেলপথ ব্যবস্থা পুনঃস্থাপন, স্থলমাইন অপসারণ ও সীমান্তে সামরিক বাংকার ধ্বংস করছে।
এছাড়া অর্থনৈতিক দুরবস্থার কারণে ৩০ হাজারের বেশি উত্তর কোরীয় বেসামরিক লোক দেশত্যাগ করেছে। তবে অধিকংশই চীন সীমান্ত দিয়ে চলে গেছে।