দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় শহর ইনছনে বাংলাদেশীদের নতুন কমিউনিটি গঠিত হয়েছে। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) নামের এই সংগঠনের সভাপতি পদে শামিম ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
গত ২৪ নভেম্বর ইনছনের একটি রেস্ট্রুরেন্টে নতুন এই সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটির সার্বিক তত্ববধানে থাকা সাইফুল ইসলাম সানোয়ার জানিয়েছেন ইনছনে বাংলাদেশীদের পারস্পরিক সহযোগিতা, নিজেদের মধ্যে সম্পোর্ক উন্নয়ন এবং ইনছনের প্রবাসীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠনটির যাত্রা। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের কার্যক্রমে তিনি সকল কোরিয়া প্রবাসীর সহযোগিতা চেয়েছেন।
কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে রয়েছেন আবুল বাশার, সহ সভাপতি হিসেবে আলি মোল্লা (উজ্জ্বল), মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ রিপন খান রয়েছেন।
আইবিসিকে’র নতুন কমিটির অন্যান্য সদস্য হলেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ আলী, সহকারী সাংগঠনিক সম্পাদক এম জামান বাবু, কোষাধ্যক্ষ আকতার হোসাইন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক এ আর ইমরান।