chowdhuryনিখোঁজ থাকা কুয়েত প্রবাসী তবলা বাদক চাঁদ চৌধুরীর খোঁজ মিললো হাসপাতালের মর্গে। মৃত্যুর কারণ সম্পের্কে এখনো কিছুই জানা যায়নি। বেশ কিছুদিন থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

দূতাবাস সূত্রে জানা যায়, স্থানীয় আদান হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করার খবর দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত হন তিনি কুয়েত প্রবাসী বিশিষ্ট তবলা বাদক চাঁদ চৌধুরী। মরদেহ বর্তমানে আদান হাসপাতালের মর্গে রাখা আছে। সম্পূর্ণ কার্যক্রম শেষে শিগগিরই দেশে প্রেরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

chardike-ad

কোথাও গান বাজনা হলে চাঁদ চৌধুরী নিজেই খোঁজ নিতেন এবং শত কর্মব্যস্ততার মাঝেও সেখানে হাজির হয়ে যেতেন যথা সময়ে। কুয়েত প্রবাসী বাংলাদেশি কন্ঠ শিল্পীদের পছন্দের তবলা বাদক তিনি। দর্শক শ্রোতারাও যেন তার হাতে বাজানো তবলা আওয়াজ না পেলে তৃপ্তি পেতেন না।