Search
Close this search box.
Search
Close this search box.

omcদক্ষিণ কোরিয়া প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দিবে ওরিয়ন মেডিক্যাল ক্লিনিক  গত রবিবার বিনামূল্যে সেবা প্রদান উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো) এর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইসোর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল মোগল এবং ওরিয়ন মেডিক্যাল ক্লিনিকের পক্ষে ডিরেক্টর ডাঃ শিনহিয়নসো চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। এ সময় হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ইসোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

chardike-ad

omcসম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করবে এই ক্লিনিক। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত সকল শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশীরা এই সেবা নিতে পারবে। মেডিসিন বিভাগ, দন্তচিকিৎসা, শারীরিক থেরাপিসহ বিভিন্ন সেবাসহ রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, ডেন্টাল পরীক্ষাও করা যাবে।

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ইসোর মেডিকেল টিমের সাথে যোগাযোগ করতে আহবান জানিয়েছে সংগঠনটি ।