malaysia-jail
ফাইল ছবি

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে ২৬ বছর বয়সী এক বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বাংলাদেশী পেতালিং জায়ায় মেদান সেলেরা জায়া এলাকায় একটি স্টোর রুমে ১১ বছর বয়সী একটি বালককে বলাৎকার করেছিল।

পেটালিং জায়ার পুলিশ প্রধান অ্যাসিসট্যান্ট কমান্ডার মোহাম্মদ জানি চে দিন বলেছেন, অভিযুক্ত বাংলাদেশির বয়স ২৬ বছর। শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভিকটিমের পিতা পুলিশে রিপোর্ট করেন। আর পর পরই আটক করা হয়েছে ওই বাংলাদেশি শ্রমিককে।

chardike-ad

পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই বাংলাদেশি বালকটিকে বলাৎকার করে বলে তার পিতা পুলিশে অভিযোগ করেন। ঘটনাস্থল স্টোর রুমে ওই বালকের মোবাইল ফোন চার্জ দেয়া ছিল। তা আনতে গেলেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

অভিযোগে আরো বলা হয়েছে, ওই স্টোর রুমে ভিকটিমকে আটকে ফেলে ওই অভিযুক্ত ব্যক্তি। এর আগে সে ওই বালককে বলাৎকারের চেষ্টা করেছিল। তাকে ১৫০ রিঙ্গিত দেয়ার প্রস্তাবও করেছিল।