Search
Close this search box.
Search
Close this search box.

flight-missedইন্দেনেশিয়ার বালি থেকে জাকার্তাগামী বিমান ধরতে চেয়েছিলেন এক নারী। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে একটু দেরি করে ফেলেন তিনি। পরে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বোর্ডিং গেট দিয়ে সোজা চলে যান রানওয়ের ভেতরে। এরই মধ্যে বিমানটি রান করার জন্য নড়তে শুরু করলে তিনি সেটির পেছনে দৌড় শুরু করেন।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুইজন নিরাপত্তা কর্মী ওই নারীকে আটকানোর চেষ্টা করছে। আর তিনি তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে ওই নারী মাটিতে গড়াগড়ি দেয়া শুরু করেন। তিনি হয়তো ভেবেছিলেন রানওয়েতে যদি বিমানটিকে দাঁড় করিয়ে দেয়া যায় তা হলেই ব্যাস। আর হাতছাড়া হবে না বিমান।

chardike-ad

বিমানবন্দরের এক কর্মী ঘটনার বর্ণনা করে বলেন, ‘সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই নারী বোর্ডিং গেট ভেদ করে বিমান ধরার জন্য দৌড়তে শুরু করেন। জাকার্তাগামী বিমানটির ছেড়ে যাওয়ার কথা ছিল ৭টা ২০ মিনিটে। সিটিলিঙ্কের এক কর্মী ও বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী তার পেছনে ছুটে গিয়ে শেষ পর্যন্ত তাকে আটকতে সক্ষম হন। বিমানটি ইতোমধ্যেই রান করতে শুরু করে দিয়েছিল। যা দেখে ওই যাত্রী মাটিতে গড়াগড়ি দেয়া শুরু করেন। পরে তাকে বিমানবন্দরের ভেতরে নেয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই নারীকে তিনবার ডাকার পরেও তিনি ঠিক সময়ে বিমানবন্দরের বোর্ডিং গেটে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। বিমান ছাড়ার মাত্র ১০ মিনিট আগে তিনি উপস্থিত হয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বোর্ডিং গেট দিয়ে সোজা ভিতরে চলে যান।

দেশটির সিটি বিমান সংস্থার কর্মকর্তারা জানান, ওই নারী ৭টা ১০ মিনিটের বিমানটিতে ওঠার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ের পরে বিমানবন্দরে পৌঁছান। কাজেই তাকে ভেতরে যেতে বারণ করা হয়েছিল। পরে অবশ্য অন্য একটি বিমানে করে তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।