চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব চোট কাটিয়ে ফেরায় তিনিই এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
সাকিব দলে আসায় কপাল পুড়েছে অলরাউন্ডার আরিফুল হকের। ঘরোয়া লিগ আর প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সৌম্য সরকার আবারও জায়গা ফিরে পেয়েছেন টেস্ট দলে।
এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেছে ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসানের। চট্টলার এই ছেলে ঘরের মাঠেই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। তবে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলে দলে আসলেও অভিষেকের অপেক্ষা বাড়ল সাদমান ইসলামের।
মিডল অর্ডারে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ মিঠুন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে দারুণ বোলিং করলেও এবার একাদশে জায়গা হয়নি পেসার খালিদ আহমেদের।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।