Search
Close this search box.
Search
Close this search box.

korea-bnpদক্ষিণ কোরিয়ার পিয়ংটেকস্থ এন আর মার্টে দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশ নায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরিয়া বি এন পির সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ হিরণ সহ কোরিয়াস্থ বিএনপির নেতৃবৃন্দ। ইক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় হারুনুর রশিদ হিরণ বলেন – জাতীয় ঐক্য ফ্রন্টের সকল দাবি মেনে দেশে সুষ্ঠু নির্বাচনের সমান মাট তৈরি করতে হবে এবং অবৈধ সরকারের চাপে যেন আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনে কোন ধরনের ছলছাতুরী করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

chardike-ad

korea-bnpতিনি আরো বলেন। যদি এ সরকার কোন ধরনের ডিজিটাল কারচুপি করে আবারো ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশে বিদেশে সকলে ঐক্যবদ্ধ হয়ে জোড়ালো সংগ্রামের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।