আগামী মাসে সিউলে ট্যাক্সি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছে সিউল সিটি কর্তৃপক্ষ। ট্যাক্সীর সর্বনিন্ম ভাড়া ৩০০০ উওন থেকে বাড়িয়ে ৩৮০০ উওনের প্রস্তাব পাস হয়েছে। সিউল সিটির একজন মুখপাত্র জানিয়েছেন সিউলের ২৫৪টি ট্যাক্সি কোম্পানীর সমন্বিত সংগঠন সিউল ট্যাক্সি এসোসিয়েশনের কর্তারা এই বিষয়ে একমত হয়েছেন। আগামী মাসের মধ্যে নতুন ভাড়া কার্যকর করার কথা জানিয়েছে সিউল সিটি।
সিউল সিটি কর্তৃপক্ষ এর আগে সর্বনিন্ম ট্যাক্সি ভাড়া নির্ধারণের জন্য সিউল মেট্রোপলিটন সিটি মুদ্রাস্ফীতি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত নেয়। নতুন মূল্য বৃদ্ধির অংশ থেকে ৮০ শতাংশ অর্থ পাবেন ট্যাক্সি ড্রাইভাররা এবং বাকী ২০ শতাংশ মালিকপক্ষ পাবেন।
সিউল মেট্রোপলিটন সিটি দুই বছর পরপর ভাড়া ভাড়ানোর কথা বললেও গত পাঁচ বছরেও বাড়াতে পারেনি। সেবার মান বাড়াতে এবং ট্যাক্সি চালকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো।