Search
Close this search box.
Search
Close this search box.

canada-universityকোনো ধরনের লুকোচুরি নয়, এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেই গাঁজা টানা যাবে। সম্প্রতি গাঁজা সেবনকে বৈধতা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এটি ব্যবহারের বৈধতা প্রদান করল কানাডা। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ‘দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া’ (ইউবিসি) তাদের ক্যাম্পাসে গাঁজা সেবনে ছাড় দিল।

আরও জানা যায়, গাঁজা সেবনকে বৈধতার পর্যায়ে নিয়ে আসার পর কানাডার মোট ২৬০ বিশ্ববিদ্যালয় ও কলেজের মধ্যে ৬৫টি ইতোমধ্যেই গাঁজা সেবনে ছাড় দেয়ার কথা ভাবছিল দেশটি। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউবিসি-ই প্রথম সিদ্ধান্ত নিল।

chardike-ad

ইউনিভার্সিটির ভ্যানকোউভার ও ওকানাগান ক্যাম্পাসে ইতোমধ্যেই ধূমপানের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে এতদিন শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে আট মিটার দূরত্বের মধ্যে ধূমপান একদম নিষিদ্ধ ছিল। গাঁজা সেবনকে ক্যাম্পাসে বৈধতা দান করে এ সকল নিয়মের মাঝ থেকে বের হয়ে এলো দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া।