Search
Close this search box.
Search
Close this search box.
muhit
ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার আসন থেকে আমার ভাই নির্বাচন করবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

সব রাজনৈতিক নেতাদের অবসরে যাওয়ার জন্য ৮৫ বছর যথেষ্ট উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখনও অনেক সিনিয়র রাজনীতিবিদ মাঠে রয়েছেন, যাদের অবসরে যাওয়া উচিত। তবে তারা আরও একবার সুযোগ নিতে চান। তবে আমার এখন অবসরে যাওয়ার উত্তম সময়।

chardike-ad

এবার নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে এটা ভালো লক্ষণ ও রাজনৈতিক সফলতা বলে মনে করেন মুহিত। তিনি বলেন, এর একটা ভালো প্রভাব রাজনীতি, অর্থনীতিসহ সমাজের সব ক্ষেত্রেই পড়বে। সবকিছু ভালোভাবে চলছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী না থাকলে বা কেউ অংশ না নিলে দুঃখ লাগতো।